দিরাইয়ে মসজিদে তারাবি নামাজে ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দিরাইয়ে তারাবির নামাজের সময় মসজিদের ভেতর খুনসুটি ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার পবিত্র শবেকদরের রাতে উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, সিজিল মিয়া (৫৫), লিটন মিয়া (৪০), জহির মিয়া (৬৫), আমেনা বেগম (৫০), আরশ আলী (৪৫), তালহা (১৭) গোলাপ মিয়া (৬০), শাহজাহান মিয়া (৪৫), মাছুম মিয়া (২৮), তাহির মিয়া (৬০), পাখি মিয়া (৬০), শরাফত আলী (৫২), সাইফুল ইসলাম (২৪), সুজন মিয়া (২৩), জিয়াউর রহমান (২৪) এরমধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। শনিবার তারাবির নামাজে যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়ার পক্ষের আব্দুল কাইয়ুম মিয়ার ভাগ্নে বুদ্ধি-প্রতিবন্ধী যুবককে সাবেক ইউপি সদস্য সিজিল মিয়ার ছেলে নাবিদ মিয়াসহ কয়েকজন কিশোর মসজিদের ভেতরে খুনসুটি ও মারধর করে। বুদ্ধি-প্রতিবন্ধীর ফুফাতো ভাই সুজন মিয়া এতে বাধা দিলে সুজন মিয়াকেও মারধর করলে মসজিদের সামনেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *