টাইব্রেকারে ব্রাজিলের চতুর্থ কিকটি নেন মার্কিনিওস। তাঁর কিকটি যখন পোস্টে লেগে ফিরে আসে, আনন্দে আত্মহারা হয়ে ভোঁ-দৌড় লাগান ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরা। নেইমার-রদ্রিগোসহ ব্রাজিলের খেলোয়াড়েরা তখন মাঠের মাঝবৃত্তের কাছে হতাশায় নুয়ে পড়েছেন।
ক্রোয়েশিয়ার খেলোয়াড়েরা শুধুই একাই শেষ চারে ওঠা উদ্যাপন করেননি, তাঁদের সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। বাবা ইভান পেরসিচের সঙ্গে উদ্যাপন শেষ করে মাঝমাঠের দিকে যান তাঁর ছেলে। তখনো অবশ্য ক্রোয়াটদের উদ্যাপন চলছিল।
শেয়ার করুন