লাখাইয়ে দুদলের সংঘর্ষে ৭ জন আহত,পরিস্থিতি নিয়ন্ত্রণে আটক-৭

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে দু দল গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন আহত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলার বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামের হাজী আব্দুর রহমান ও এনু মিয়ার মাঝে সরকারি খাল নিয়ে বিরোেের জেরে সকাল ৮টায় দুপক্ষ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়েসংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। সুত্রে আরো জানা যায় কাঠিহারা ফুটবল মাঠের পশ্চিমে হাজী আব্দুর রহমানের নিজস্ব ভুমিতে মাটি ভরাট করে বাড়ী করার উপযোগি করে সেখানেই আরো মাটি ভরাটের কাজ আরম্ভ করার জন্য উদ্যোগ নিলে একই গ্রামের এনু মিয়ার লোকজন ঐ জমির পাশে সরকারি খাল দখলে নেয়ার জন্য পায়তারা করলে বিষয়টি জানতে পেরে হাজী আব্দুর রহমান লাখাই থানায় একটি আবেদন করে পুলিশ কে বিষয়টি অবহিত করেন। এরই মাঝে এনু মিয়া সহ তার লোকজন নিয়ে সরকারি খাল দখল করতে গেলে উভয় পক্ষের মাঝে শুরু হয় বাকবিতণ্ডা এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে এতে ৭ জন লোক আহত হয়। আহতরা হলো মৃত দারোগ আলীর ছেলে শাহআলম(৩৫) রাসেল(২৫) শাকিব(১৯) সোহেল (৩৩) লিয়াকত আলীর ছেলে সবুজ মিয়া (১৮) জামাল মিয়ার ছেলে মুছাব্বির (১৬) কামরুলের ছেলে মোশাহিদ(২৭) আহতরা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে তাদের কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সংবাদ পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম এন মিয়ার নির্দেশে উপ- পরিদর্শক ( এস আই) দেবাশিষ তালুকদার, উপ- পরিদর্শক ( এস আই) মৃদুল কুমার ভৌমিক, উপ- পরিদর্শক(এস আই) জহির আলী, উপ- পরিদর্শক ( এস আই) শৈলেশ চন্দ্র দাস, সহকারী উপ- পরিদর্শক ( এ এস আই) মফিজুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে এবং আইন শৃংখলা রক্ষার স্বার্থে ঘটনা স্থল থেকে ৭ জনকে কাঃবিঃ ১৫১ ধারায় আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন কাঠিহারা গ্রামের মৃত আরজত আলীর ছেলে মিছির আলী( ৫৫) মৃত মফিল হোসেনের ছেলে হাজী এনু মিয়া, মৃত আরজত আলীর ছেলে ছিদ্দিক আলী (৫৫) মৃত তোতা মিয়ার ছেলে লেচু মিয়া (৫০) মৃত লাল মিয়ার ছেলে আঃ রহমান(৩৮) মৃত রাজা মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৩২) ও দারগ আলীর ছেলে দেলোয়ার হোসেন৪৫) কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। । এ ঘটনায় উভয় পক্ষের মাঝে উওেজনা বিরাজ করছে, এবংযে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *