সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীর হাটার ফুটপাত ও যানবাহন চলাচলের রাস্তা হকারদের দখলে। মহানগরীর প্রধান সড়কের ফুটপাত ও রাস্তাসহ গুরুত্বপূর্ণ এলাকার পাশাপাশি মূল সড়ক দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা অস্থায়ী দোকান বসায় এসব স্থান দিয়ে চলতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফুটপাত ও রাস্তা দখলের কারণে নগরীর প্রতিটি স্থানে যানজট লেগে থাকে। ফুটপাত ও রাস্তা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
বক্তারা আরো বলেন, ফুটপাত ও রাস্তা হকারদের কাছ থেকে দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা সিলেট মহানগরবাসীকে হতবাগ করেছে। সিলেট মহানগরবাসীকে ফুটপাত ও রাস্তায় চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান সংস্থাগুলোর নেতৃবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ নুর হোসেন, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত ও সহ-আন্তর্জাতিক সম্পাদক এবাদ উল্লাহ।
সভায় আগামী ৩১ আগষ্ট বৃহস্পতিবার পর্যন্ত সংস্থাগুলোর নতুন সদস্যদের সদস্য পদ গ্রহন ও নবায়নের তারিখ বর্ধিত করা হয়। উল্লেখ্য, আগামী ৫ আগষ্ট শনিবার সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে এক ঘন্টার সাপ্তাহিক ৯ম সভা সন্ধ্যা ৭. ১০টায় অনুষ্ঠিত হবে।