মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হলেন নাজমুল আলম লিজন। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হন।
জানা যায়, নাজমুল আলম লিজন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তিনি ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। এ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তাঁর রয়েছে অন্যরকম এক অনুভূতি। শিক্ষা সহ প্রতিষ্ঠানটির অবকাঠামো মূলক উন্নয়নের জন্য তিনি এবারের বিদ্যালয় পরিচালনা কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। ১০ টি ভোটের মধ্যে নজরুল ইসলাম চৌধুরী পান মাত্র ৩ ভোট। অপরদিকে ৭ টি ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল আলম লিজন।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল আলম লিজন বলেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের দোয়া ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই।
শেয়ার করুন