নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক তারকা বোলার শন টেইটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হিসেবে ৪২ বছর বয়সী টেইটকে নিয়োগ দিয়েছে বিসিবি। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। চলতি মাসের শেষদিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বাইশ গজে এক সময় গতির ঝড় তোলা এই পেসার।
কোচ হিসেবে বেশ ভালো অভিজ্ঞতা আছে টেইটের। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এবার কোচিং ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন টেইট।
অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে তিন সংস্করণ মিলিয়ে ৫৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন টেইট। অজিদের ২০০৭ বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত টেইট।
শেয়ার করুন