বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতি ও জাতীয় কৃষক-ক্ষেতমজুর সমিতির ডিসেম্বরে ঐক্য সম্মেলন

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ (২১ অক্টোবর) শুক্রবার দুপুর ২টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কার্যালয়ে কৃষক নেতা রণজিত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড তুষার কান্তি দাস, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড আবদুস সাত্তার, নজরুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, গাজী নওশের আলী, মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল কাদের, লিয়াকত আলী, আব্দুল হামিদ প্রমুখ।

সভায় সর্বসম্মতভাবে দুইটি কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। অধ্যাপক আবদুস সাত্তারকে আহ্বায়ক, তুষার কান্তি দাস ও মোশাররফ হোসেন নান্নুকে যুগ্ম আহ্বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। আগামী ২২ ও ২৩ ডিসেম্বর সৈয়দপুরে ঐক্য সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত ঐক্য সম্মেলন সফল করার জন্য দেশের কৃষক সমাজসহ সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *