ভারতে বাংলাদেশিদের দ্বারা খুন হয়েছেন এমপি আনার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ভারতের পশ্চিমবঙ্গে খুন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২২ মে) বেলা দেড়টায় ধানমন্ডির বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তাকে ভারতের কেউ খুন করেনি। বাংলাদেশিরাই তাকে খুন করেছে।

এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফাটলের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনার হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে । তবে তদন্ত শেষে সবকিছু জানানো হবে ।

তিনি জানান, ভারতীয় পুলিশ জানিয়েছে, খুন হয়েছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলতে পারছি না। খুনের মোটিভ এখনো জানা যায়নি বলেও জানান তিনি।

বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়।

চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত ১২ মে ভারতে যান আজিম। পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের সঙ্গে তার কথা হয়। গত ১৬ মে সকাল ৭টা ৪৬ মিনিটে এমপি আজিমের ফোন থেকে পিএসের নম্বরে সর্বশেষ কল আসে। কলটি ধরতে পারেননি পিএস। এক মিনিট পর পিএস তাকে কল করলে ওপাশ থেকে রিসিভ হয়নি। এর পর থেকে এমপির সঙ্গে আর যোগাযোগ নেই।

এমপি আজিম একা দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতের গেদে প্রবেশ করেন। এর পর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মণ্ডলপাড়ায় পূর্বপরিচিত স্বর্ণ কারবারি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি। আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল। তার দাবি, ‘১৩ মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আজিম। এর পর তার হোয়াটসঅ্যাপের একটি খুদেবার্তায় এমপি বলেন, গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি। পৌঁছে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই।’ ১৫ মে বেলা ১১টা ২১ মিনিটে আরেকটি মেসেজে জানান, ‘আমি দিল্লি পৌঁছলাম, আমার সঙ্গে ভিআইপি আছেন। ফোন করার দরকার নেই।’

আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *