নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে এক ধরণের চাপা কান্না চলছে। শহর কিংবা গ্রাম- সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে জীবন চালাতে। এই অগ্নিমূল্যের বাজারে ইমাম-মুয়াজ্জিনদের অবস্থা বড্ড নাজুক।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভালো নেই ইমাম-মুয়াজ্জিনরা। অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা। ইমাম-মুয়াজ্জিনদের এ অভাবের চিত্র শহরের তুলনায় গ্রামে আরও প্রকট।
গ্রামাঞ্চলের ইমাম-মুয়াজ্জিন বলছেন, পরিবার নিয়ে বেশিরভাগ দিনই সবজি বা ডাল দিয়ে খেয়ে কোনমতে জীবনযাপন করছেন তারা। চড়ামূল্যের কারণে সবজিও কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে ধার-দেনার চাপও।
শেয়ার করুন