মাধবপুরে অপহরণ করে মুক্তিপণ দাবি,৩ অপহরণকারী গ্রেফতার।

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন থেকে গত ২৬ আগষ্ট মুক্তিপণ আদায় করতে এক গৃহবধূকে অপহরণ করেছে দূর্বুত্তরা।পুলিশ অভিযান চালিয়ে অপহৃত গৃহবধূকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তথ্য প্রযুক্তির ব্যবহার করে মাধবপুর থানার এসআই ইসমাঈল হোসেন ভূঁইয়া চুনারুঘাটের দেউন্দি চা বাগান থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার ও ৩ অপহরণকারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোঃনাজমুল হোসেন(২৬),একই গ্রামের মোঃনূর মিয়ার ছেলে মোঃশাহিন মিয়া(২৫),ও চুনারুঘাট উপজেলার হলদিয়া গ্রামের মোঃআকছির মিয়ার ছেলে মোঃএখলাছ মিয়া(২৬)।
রবিবার দুপুরে তাদের কোর্টে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা যায় ২৬ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টার দিকে ঔ গৃহবধূ তার বাবার বাড়ি উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর থেকে হরষপুর রেল স্টেশন বাজারে পায়ে হেঁটে রওনা হন।তিনি
হরষপুর রেল স্টেশন বাজার হইতে অনুমান ৩০০ গজ দক্ষিন দিকে হরষপুর-ধর্মঘর পাকা রাস্তায় পৌঁছামাত্র মোঃনাজমুল হোসেন,মোঃশাহিন মিয়া,মোঃএখলাছ মিয়া ও অজ্ঞাত একজন তার মুখে রুমাল পেছিয়ে একটি সিএনজি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে গৃহবধূর পরিবারকে ফোনকরে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।অন্যথায় গৃহবধূকে ধর্ষণ করে হত্যা করে লাশ পুঁতে ফেলবে বলে হুমকি দেয়।এ ঘটনায় ঐ গৃহবধূর পিতা মাধবপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে জানালে তিনি তথ্য প্রযুক্তির ব্যবহার করে চুনারুঘাটের দেউন্দি চা বাগান হতে তাদের গ্রেফতার ও গৃহবধূে উদ্ধার করে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান এ ব্যাপারে থানার নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *