বিপদ-আপদ থেকে মুক্তির জন্য মাহফিল করছেন মেয়র আরিফ

সিলেট

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিল’ এর আয়োজন করেছেন। সব ধরনের দুর্যোগ ও বিপদ-আপদ থেকে মুক্তির জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার আসরের নামাজের পর থেকে রাত দশটা অবধি নগরীর শাহী ঈদগাহ ময়দানে এই ‘তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হবে।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে সকল দুর্যোগ ও বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে মুক্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে এবং জালালাবাদ ইমাম সমিতির ব্যবস্থাপনায় ‘তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হবে।

এই মাহফিলে নসিহত পেশ ও দোয়া পরিচালনা করবেন শায়েখ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব বরুনা। এ ছাড়া শায়েখ মুহাম্মদ বিন ইদ্রিস সাহেব শায়খে লক্ষীপুরী, শায়েখ মুফতি মুহিব্বুল হক সাহেব গাছবাড়ি, শায়েখ শফিকুল হক সাহেব সুরাইঘাটি, শায়েখ নূরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জী, শায়েখ আহমদ আলী সাহেব (শায়খে চিল্লা), শায়েখ মুফতি ওলিউর রহমান সাহেব খাসদবির, শায়েখ মজদুদ্দীন আহমদ সাহেব ভার্থখলা, শায়েখ মহসিন আহমদ সাহেব কৌড়িয়া প্রমুখ উপস্থিত থাকবেন।

‘তাওবা ইস্তেগফার ও দোয়া মাহফিল’-এ সবার অংশগ্রহণ কামনা করেছেন মেয়র আরিফ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *