ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের পৃথক তিনটি বর্ধিত সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত বর্ধিত সভাগুলো প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনা।
পৃথক তিনটি বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শফিকুর রহমান, বশির মিয়া, কমর উদ্দিন এবং পরিচালনা করেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির।
পৃথক বর্ধিত সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সহ সভাপতি শামছুজ্জামান সমছু, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম মোনায়েম খান, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, বিএনপি নেতা খছরুজ্জামান খছরু, কাওছার আহমদ তুলাই, জাহিদুল ইসলাম, আয়াজ মিয়া।
এসময় লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান বাবুল, যুবদল নেতা ইসলাম উদ্দিন, খলিলুর রহমান, আলী আহমদ, বাবুল মিয়া, নাজমুল ইসলাম শিমুল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, শের আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক আখতার আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য আবদুল কাইয়ুম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বকুল আহমদ, ছাত্রদল নেতা ইমরান মাহমুদ, মামুন আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আনহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন