স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (১০ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা প্রত্যেক সভায় গৃহিত সিদ্ধান্তগুলো শুধু কাগজে-কলমের মাঝেই সীমাবদ্ধ না রেখে বাস্তবে রুপান্তরিত করার মাধ্যমে সকল ক্ষেত্রে গুণগত পরিবর্তন শুরুর আহবান জানান। বিশ্বনাথ উপজেলার কাঙ্খিত উন্নয়নের জন্য নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে অভিভাবক হিসেবে উল্লেখ করে জনপ্রতিনিধিদের মধ্যে শক্তিশালী ঐক্যের বদ্ধন সৃষ্টি করে মানুষের কল্যাণের জন্য উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাতে হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক আব্দুস সহিদ, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ নু’মান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ সিকদার।