বিশ্বনাথে আশিকানে মুস্তফা স. পরিষদের কাউন্সিল, সভাপতি করিম, সম্পাদক বায়েজীদ

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার বৃহত্তর প্রীতিগঞ্জ বাজারে আনজুমানে আশিকানে মোস্তফা সা: পরিষদ ২০২৩-২৪ সেশনের কাউন্সিল অনুষ্টিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারী) বাদ মাগরিব প্রীতিগঞ্জ বাজারস্হ পরিষদের কার্যালয়ে ওই কাউন্সিল সম্পন্ন হয়।
এতে প্রধান কাউন্সিল ও অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান।

পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ আহমেদের পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে আমন্তিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রীতিগন্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল গফুর, বাজার মসজিদের মুয়াজ্জিন রহিদ আলী।

অধিবেশন সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় মাওলানা আব্দুল করিমকে সভাপতি, মো. বায়েজীদ আহমেদকে সাধারণ সম্পাদক ও হাফিজ আবুল ফাত্তাহকে সাংগঠনিক সম্পাদক
মনোনিত করে বিগত কমিটিকে বর্ধিত করা হয় এবং প্রবাসী সদস্য যোগ করা হয়।

নব নির্বাচিত প্রবাসী সদস্যদের তালিকাঃ
ভুরকি গ্রামের মাওলানা শিহাব উদ্দিন (যুক্তরাস্ট্র), পাকিছিরি গ্রামের ফারুক আহমদ (সৌদি আরব), মো. তারেক আহমদ (পর্তুগাল), কাবিলপুর গ্রামের মো. আব্দুস সালাম (সংযুক্ত আরব আমিরাত), দুর্লভপুর গ্রামের মো. আব্দুল মতিন, (ইতালি)।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ
সিনিয়র সহ-সভাপতি মো. বিলাল হোসেন, সহ-সভাপতি মো. বখতিয়ার মেম্বার, মো. আক্তার হুসেন, সহ সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, হুসাইন মো. ওয়াছির, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল হালিম, মো. মুহিবুর রহমান, আফসার নাদিম লায়েক, অর্থ সম্পাদক মো. জামাল হুসেন, অফিস সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-অফিস সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক মো. ইউসুফ আলী সুজন, সহ-প্রচার সম্পাদক জাকির হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আল-আমীন সুমন, নির্বাহি সদস্য হোসাইন মোহাম্মদ মানিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *