বিশ্বনাথে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র বিতর্ক প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্টিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ‘সার্সিং মেরিটস’ স্লোগানকে সামনে রেখে উপজেলার শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষনের লক্ষে মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো উপজেলা ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন’র আয়োজন করে কিউরিয়াস ফর ট্যালেন্ট বিশ্বনাথ।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রথম পর্বে গ্র্যান্ড ফাইনালে আলহাজ্ব তাহির আলী বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয় একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা আলিয়া আক্তার নার্গিস।
২য় পর্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া। তিনি বলেন, মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার বিকল্প নেই। বিতর্কে শুদ্ধ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে। জয় পরাজয় বড় বিষয় নয় অংশ নেয়াই হচ্ছে বড় বিষয়। তিনি বলেন, মেধা বিকাশে এধরনের আয়োজন দেশের প্রতিটি উপজেলায় করা প্রয়োজন।

কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও সদস্য প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, কিউরিয়াস ফর ট্যালেন্ট’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সাধারণ সম্পাদক কবি আবদুল মুমিন মামুন।
এরআগে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। বিচারকের দায়িত্ব পালন করেন রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি খালেদ উদ-দীন, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেহারুন নেছা, একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, ব্যাংকার মকদ্দুছ আলী, সংগঠক আলতাব হোসেন, প্রবাসী মোবারক হোসেন, প্রবাসী মনির আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *