বিশ্বনাথে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সার্ভেন্ট অব হিউম্যানিটি

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে এবারের ‘এসএসসি ও দাখিল’ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদরেকে সংবর্ধনা প্রদান করেছে সার্ভেন্ট অব হিউম্যানিটি।

শনিবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

সংগঠনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে ও বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার হানিফ আলী, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ, প্রভাষক আখতারুজ্জামান জাহির, যুক্তরাজ্য প্রবাসী মঈন উদ্দিন তালুকদার, স্ট্যানিং ইংলিশ ইনস্টিটিউটের শিক্ষক আব্দুল কাইয়ুম।
সভায় বক্তব্য রাখেন সার্ভেন্ট অব হিউম্যানিটির সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক সাব্বির আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহাদাত বিন হোসাইন ও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী নাঈম খান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *