স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের বদলী হওয়ার পর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) যোগদান করেছেন সুনন্দা রায়।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহনকারী সুনন্দা রায় বিশ্বনাথে যোগদানের পূর্বে চট্রগ্রামে জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সুনন্দা রায় সিলেট সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, আমি উপজেলাবাসীর সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতায় হবে আমার পথচলা।
শেয়ার করুন