স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের প্রবাসী ‘দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র উদ্যোগে ও পালেরচক গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মার্চ) বাদ আসর পালেরচক নতুন জামে মসজিদে দারুল কিরাত বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন ও গ্রামবাসীর অর্থায়নে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পুর্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী।
সভাপতির বক্তব্য, সমাজ সেবক আব্দুল মতিন বলেন, প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই, কারন দাদু ভাই ছইল মিয়া ও তার ছোট ভাই মুনসুর মিয়ার তাদের পরিবারের সকল সদস্যদের যেন মহান আল্লাহ পাক এই রমজানের খায়ের আর বরকত প্রদান করেন।
গ্রামবাসীর সাথে সম্পৃক্ত হয়ে আমরা দীর্ঘ সাতাশ বছর যাবত এই গ্রামে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে পবিত্র মাহে রামাদ্বান মাসে মানবতার মুক্তির সদন মহা গ্রন্ত্র আল কোরআন প্রশিক্ষণের ব্যবস্হা করে থাকি। যা ১৯৯৯ সালে দাদু ভাই ছইল মিয়ার আয়োজনে এই নতুন জামে মসজিদে দারুল ক্বিরাতের কার্যক্রম শুরু হয়েছিল অদ্যবধি এই কার্যক্রম বহাল রয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, দারুল মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পালেরচক নতুন জামে মসজিদ শাখার নাজিম মঈন উদ্দিন, সহকারী ক্বারী মো. শিমু সহ প্রমুখ।
এসময় গ্রামের প্রায় ৪ শতাধীক রোজাদারদের ইফতার করানো হয়।