বিশ্বনাথে ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’র কার্যালয় উদ্বোধন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সামাজিক সংগঠন ‘প্রবাসী দাদু ভাইল ছইল মিয়া ফাউন্ডেশন’র কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কার্যালয়ের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, ভালো কাজে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগীতা করতে হবে। সরকারের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতিতে প্রবাসী ও বৃত্তবানরা এগিয়ে আসার কারণেই সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের দূর্ভোগ কমে এসেছে, সমাজেরও ব্যাপক উন্নতি হচ্ছে। তাই যারাই ভালো কাজের সাথে জড়িত থাকবেন, তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগাতে হবে।
প্রবাসী দাদু ভাইল ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমদ আলী হিরনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাওহিদুল রহমান রুহিন পরিচালনায় অনুষ্ঠিত সংগঠনের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আলী হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুরমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ লাল বিশ্বাস, সংগঠক আব্দুল মতিন। এসময় সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমান, সদস্য সালমা বেগম’সহ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *