বিশ্বনাথে বিএনপি নেতা মনির হোসেনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

সিলেট

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন ইন্তেকাল করেছেন।
শনিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আছর মরহুমের জানাযার নামাজ হরিকলস গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা করিম উদ্দিন ও দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ।
জানাযা শেষে হরিকলস্থ পারিবারিক কবরস্থানে মনির হোসেনের দাফন সম্পন্ন হয়।

রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীর পরিচালনায় জানাযার নামাজের পূর্বে মনির হোসেনের কর্ম জীবন নিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির আহবায়ক আব্দুল হাই, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, মরহুমের চাচাত ভাই আব্দুল হামিদ।
মরহুমের জানাযার নামাজে বিভিন্ন দলের রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *