রেমার হুরইনে বাজার জমজমাট

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ফুল ঝাড়ুর জুড়ি নেই। সিলেটের আঞ্চলিক ভাষায় এই ঝাড়ু কে রেমার হুরইন হিসেবেই বেশ পরিচিত। রেমার হুরইন নতুন ভবন নির্মাণ কাজে দেওয়াল বা ফ্লোর আস্তর করতেও দরকার পড়ে। সবমিলিয়ে রেমার চাহিদা বাজারে অনেক বেশি। বৃহস্পতিবার বিকেলে গোয়াইনঘাট বাজারের পোস্ট অফিসের সম্মুখে স্থানীয় কয়েকজন রেমা ঝাড়ু বিক্রেতার দেখা মিলে। তারা ১৫-২০টি রেমা দিয়ে আঁটি বেঁধে ক্রেতাদের কাছে দাম চাচ্ছেন ৪০-৫০ টাকা। বাজারে ঝাড়ুটির ব্যাপক চাহিদা থাকায় ক্ষুদ্র এই কুটির শিল্পে জড়িত ব্যবসায়ীরা লাভের আশা দেখছেন। তাই তো রাস্তায় পড়ে থাকা সেই ফুল ঝাড়ু কিংবা রেমার হুরইন এখন বড় বড় দোকানেও শোভা পায়।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এই রেমার হুরইন ভারতের মেঘালয় থেকে আনা হয়। শীত মৌসুম এলেই এই ঝাড়ু বাজারে আসতে থাকে। একজন বিক্রেতা বলেন, এগুলো পাশ্ববর্তী কানাইঘাট উপজেলার চতুল বাজার থেকে সংগ্রহ করেছেন। বাজারে রেমার হুরইনের কদর থাকায় বিকিকিনিও বেশ জমজমাট রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *