বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং বিএনপি-জামায়াত ‘অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির’ প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টি জেলায় ২০০৫ সালের ১৭ আগস্ট এই সিরিজ বোমা হামলা হয়েছিল। এর প্রতিবাদে আজ বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগ যে ব্যানার নিয়ে মানববন্ধন করে সেটিতে বোমা হামলার সাল লিখা ছিল ২০০৪। ব্যানারের এ ভুলটি উপস্থিত অনেক নেতাকর্মীর দৃষ্টিগোচর হয়। মানববন্ধন শেষে যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সেই ব্যানারে এই ভুলটি পরিলক্ষিত হয়নি।
আজ বুধবার (১৭ আগস্ট) দেশব্যাপী সিরিজ বোমা হামলা প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে হাজারো আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটি.এম হাসান জেবুল, বিধান কুমার সাহা, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবিনা সুলতানা, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিঠু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ প্রমুখ।
শেয়ার করুন