মাদ্রাসায় উন্নয়নকল্পে ২লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিলেন এস এম ইয়াকুব আলী

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মণিরামপুর পৌরশহরে নির্মানাধীন দারুল উলুম ইলাহীবক্স (কওমী) মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৫ আসনের আওয়ামী লীগের সম্ভাব্য এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় নেতা ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আহাদুল করিম, শিক্ষক মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল কাদের প্রমুখ।
মতবিনিময় সভা শেষে মাদ্রাসা ও মসজিদ উন্নয়নকল্পে মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের হাতে আড়াইলাখ টাকার একটি চেক তুলেদেন এস এম ইয়াকুব আলী।
এ ছাড়াও তিনি সাতজন এতিম শিক্ষার্থীকে ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *