মাধবপুরের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে দুই মন্ত্রীর শ্রদ্ধা

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান তেলিয়াপাড়া চা বাগান স্মৃতি সৌধ বিজয়ের মাস শহীদদের প্রতি ফুল দিয় শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। শনিবার সকাল তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষ স্মৃতিসৌধের পাশে দুই মন্ত্রী বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপন করেন। পরে লাল শাপলা লেকে বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলন ন্যাশনাল টি কোম্পনীর চেয়ারম্যান শেখ কবির, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সাধারন বীমা কর্পারশনর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিল্লাল, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পনীর ডিজিএম এমদাদুল হক মিঠু,অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ,উপজলা নির্বাহী অফিসার মন্জুর আহসান,উপজলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক আতিকুর রহমান,সহ সভাপতি রহম আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *