রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা, শনিবার ভোর রাতে অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আব্দুর কাদের সংঙ্গীয় ফোর্স নিয়ে আন্দিউড়ার চকবাজার থেকে ২০ কেজি গাঁজাসহ এক পাচারকারী আটক করা হয়। আটককৃত জগদীশপুর ইউপির উত্তর বেজুড়া গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মোঃ আব্দুল বাছির।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক পাচারকারী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।