ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত পায়ে শিকল পরা অবস্থায় কার্টুন ছাপার ঘটনায় দেশটির একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। কার্টুনটি প্রকাশের পরই তামিলনাড়ুর সাপ্তাহিক পত্রিকা ভিকাতানের ওয়েবসাইট আর খোলা যাচ্ছিল না। খবর ইন্ডিয়া টুডে
বিজেপির পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ জানানোর পরই ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ওয়েবসাইট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে বিরোধীরা।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে যেভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে তাতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন মোদি। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে বিষয়টি নিয়ে কথা বলেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, অভিবাসীদের যেন হাতপায়ে শিকল পরিয়ে দেশে পাঠানো না হয় তার জন্য ট্রাম্পকে তিনি অনুরোধ জানাবেন।
কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের পরও ভারতীয় অবৈধ অভিবাসীদের গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) হাত পা বেঁধে দেশে পাঠানো হয়। ট্রাম্পের সঙ্গে মোদির সাক্ষাতের ওই চিত্র নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি একটি কার্টুন ছাপে ভিকিতান ম্যাগাজিন। এতে দেখা যায় ট্রাম্পের সামনে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় মোদি বসে রয়েছেন।
শেয়ার করুন