যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ(১৯ আগষ্ট) শুক্রবার সকাল আনুমানিক এগারোটায় যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো – বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের করির হোসেনের ছেলে আবু হুসাইন আকাশ ও নুসরত(৫)।

নিহতের বাবা কবির হোসেন বলেন -আমি পরিবার নিয়ে যশোর শহরের রায়পাড়া তেতুলতলায় বসবাস করি।। বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামে তার বাড়ি। সেখানে একতলা একটি বাড়ি তৈরি করেছেন তিনি। সপরিবারে তা দেখতে যান শুক্রবার। বাড়ির ছাদে উঠে খেলা করছিল দুই ভাই-বোন। এ সময় বাড়ির নিচতলায় করা একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। সামিরা ভাইয়ের গায়ে হাত দিলে সেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। সাইনবোর্ডটি যে বিদ্যুতায়িত হয়েছিল বিষয়টি আমাদের জানা ছিল না।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভাশিস রায় তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি মর্গে পাঠানো হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শিশু দুটির আকাল মৃত্যতে মা-বাবা, পরিবারের অন্যান্য স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে এবং এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *