স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
আজ (২০ আগস্ট) শনিবার দুপুরে যশোরের অভয়নগরের তালতলার কয়লার ঘাট এলাকায় গলায় গামছা প্যাঁচানো ও রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদার (৬০) নামে এক নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মন্টু তরফদার উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বেঙ্গল গেট এলাকার মৃত মুসা তরফদারের ছেলে। তিনি সরকার গ্রুপের কয়লাঘাটে নৈশ্যপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
ঘাটের ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব বলেন-প্রায় এক বছর আগে নৈশ্যপ্রহরী পদে মিন্টু তরফদার আমাদের ঘাটে যোগদান করেন। শনিবার সকাল আনুমানিক ৯ টায় অফিসে এসে দেখি দরজা খোলা এবং ঘাটের সব বাতি জ্বলছে। অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদারের দেহ পড়ে রয়েছে। অভয়নগর থানা পুলিশকে বিষয়নো হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সরকার গ্রুপের ঘাটের অফিসে পাওয়া নৈশ্যপ্রহরীর মুখমন্ডল রক্তাক্ত ও গলায় হলুদ রঙের একটি গামছা প্যাঁচানো ছিল। সন্দেহজনক মৃত্যু হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি এবং হত্যাকান্ডের কারণও জানা যায়নি।