স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
এফপিএবি যশোর শাখার আয়োজনে পিচ প্রকল্পের আওতায় হিজড়া ট্রান্সজেন্ডারদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৯ নভেম্বর) বিকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর যশোর শহরের উপশহরে অবস্থিত নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে!
এফপিএবি যশোর শাখার জেলা কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপ পরিচালক কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নওমি আফরিন, সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, এনজিও সমন্বায়ক শাহজাহান নান্নু প্রমুখ।
বক্তরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনা করাসহ শারীরিক মিলনের ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলা হয়।
এ সময় যশোরের বিভিন্ন স্থান থেকে আগত এনজিও, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,হিজড়া ট্রান্সজেন্ডারের সদস্যরা উপস্থিত ছিলেন।