বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে : প্রধানমন্ত্রী

জাতীয়

রাজধানীতে গতকাল শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি পালনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির সংঘর্ষ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গতকালকে (শনিবার) দেখেছেন কতগুলো বাস পুড়িয়েছে। এর আগে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। চলন্ত গাড়ি, বাস, ট্রেনে কোনো কিছু তারা বাদ দেয়নি। ২০১৩-১৪ তে পুড়িয়েছে, গতকালকেও আমরা তাদের অগ্নিসন্ত্রাসের নমুনা আবারও দেখলাম।’

রোববার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি পঞ্চম ধাপে দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আগুন সন্ত্রাসীরা যেন আবার দেশের ক্ষতি করতে না পারে দেশবাসীকে সেদিকেও খেয়াল রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘৯৬ সালে আমি যখন সরকার গঠন করি তখন ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব কোনো ভবন ছিল না। আমি ১০তলা ভবন নির্মাণ করে দেই। সব জেলায় স্থায়ী অফিস ছিল না, মাত্র ৩৪টি জেলায় অফিস ছিল। আমি সরকারে আসার পর প্রতিটি জেলায় ইসলামী ফাউন্ডেশনের জন্য অফিসের ব্যবস্থা করে দেই ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।’

সরকার প্রধান আরও বলেন, ‘জাতির পিতাকে হত্যা করার পর ইসলামের নাম নিয়ে অনেকে ক্ষমতায় এসেছে। কিন্তু ইসলাম ধর্ম প্রচার-প্রসারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু একদিকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়ে দেশ গড়েছেন, অন্যদিকে ইসলাম প্রচারের জন্য টঙ্গীতে ইজতেমার জায়গা, ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ করেছেন। কাকরাইলে মসজিদের জায়গা দিয়েছিলেন, অল্প খরচে বাংলাদেশের মানুষকে হজে পাঠানোর জন্য জাহাজের ব্যবস্থা করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *