স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে সারাদেশের ন্যায় যশোরের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্নশেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়।উক্ত হামলায় মহিলা নেত্রী আইভি রহমানসহ নিহত ও আহতদের স্মরণে অভয়নগর উপজেলা আওয়ামীলীগ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ আগস্ট) রবিবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জি. আরশাদ পারভেজ, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহির উদ্দিন খা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, গাজী রুহুল আমিন, আনিসুর রহমান মিন্টু, আব্দুর রউফ মোল্যা, হাবিবুর রহমান বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, আওয়ামী লীগ নেতা শাহ্ আব্দুল মুকিত জিলানী সহ ইউনিয়ন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তরা বলেব-১৯৭১, ১৯৭৫ এবং ২০০৪ সালের ২১ আগস্টের বর্বর গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। অবিলম্বে জড়িত কুশিলবদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা শহিদুল ইসলাম।
শেয়ার করুন