ছাতকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সকালে শহরের মহাপ্রভুর আখড়া প্রাঙ্গন হতে বের করা হয় শ্রীকৃষ্ণের প্রতীকৃতি সহ এক বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। সকল বয়সের নারী-পুরুষ ও শিশুরা এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়া প্রাঙ্গনে এসে শেষে হয়। জন্মাষ্টমী উৎসব কমিটির সভাপতি মহন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কালিদাস পোদ্দারের পরিচালনায় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য। শোভাযাত্রায় পৌর মহিলা কাউন্সিলর রত্না মালাকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক বাবুল পাল, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিজয় রায়, মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক চম্পু দত্ত, স্থানীয় পীযুষ দাস, স্বúন তরফদার, ব্যবসায়ী অমর দেবনাথ, স্বপন পাল, শিক্ষক অজয় কৃষ্ণ পাল, বঙ্কিম চন্দ্র আচার্য্য, দুলন তরফদার, গোবিন্দ চক্রবর্ত্তী, সঞ্জয় কর, মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির অর্থ সম্পাদক গোবিন্দ ঘোষ, উৎসব কমিটির সৌরভ দাস, চয়ন দে সহ সনাতন ধর্মাবলম্বি লোকজন অংশ নেন। সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে মহাপ্রভু আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *