রাজকে পরীমণির ডিভোর্স লেটার

বিনোদন

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার নিয়ে বেশ কয়েক মাস ধরে নানা নাটকীয় খবর মিলছে। তাদের সংসার ভেঙে যাচ্ছে বলেও একাধিকবার ছড়িয়েছে খবর। এবার জানা গেল, সত্যিই বিচ্ছেদ হতে যাচ্ছে রাজ-পরীর।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে পরী ডিভোর্স পেপারে (তালাকনামা) সই করে ১৮ সেপ্টেম্বর তা রাজকে পাঠিয়ে দিয়েছেন।

এ বিষয়ে শরিফুল রাজ ও পরীমণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সাড়া মেলেনি।

তবে নামে প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেছেন, রাজ-পরীর দাম্পত্য কলহ নিয়ে তাদের কয়েকজন স্বজন-শুভাকাঙ্ক্ষী মঙ্গলবার রাতে আলোচনায় বসেন। এর মধ্যেই দুজনে ঝগড়ায় জড়ান।

২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

রাজ-পরীমণির একটি ছেলেসন্তান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *