বাবা আমি দুঃখিত—লিখে নিখোঁজ ব্রিটিশ বাংলাদেশি কিশোর

জাতীয়

বাবা আমি দুঃখিত, আমাকে যেতে হবে—এই নোট লিখে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে ১৫ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি কিশোর মোহাম্মদ হামজা আলী।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বাসিন্দা হামজা গত ১৪ সেপ্টেম্বর বো স্কুল থেকে বাসায় ফিরে তার ফোনের চার্জার ও সামান্য কিছু কাপড়চোপড় নিয়ে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

সর্বশেষ ওইদিন সকাল ৮:১৫ মিনিটে বো স্কুলের সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা গিয়েছিল। এর পর থেকে তার ফোন ও বন্ধ রয়েছে।

তার স্কুলের ব্লেজারে একটি নোট পাওয়া গেছে যাতে লেখা ছিল যে তিনি সমস্যায় আছেন এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। তার ফোন বন্ধ এবং আমরা তাকে খুঁজে পাচ্ছি না তারপর থেকে কেউ তাকে শুনেনি বা দেখেনি।

বাড়ি ছাড়ার সময় হামজা একটি লম্বা নীল নৌবাহিনীর কোট পরেছেন বলে জানিয়েছে তার পরিবার। ইতোমধ্যে পুলিশকে ও অবিহিত করা হয়েছে।

হামজার এই রহস্যজনক নিখোঁজ হওয়াতে কমিউনিটিতে একধরনের আতংক কাজ করছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নাকি উগ্রবাদজনিত কোন কারণে বাড়ি ছাড়লেন হামজা এ নিয়েই চলছে আলোচনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *