পশ্চিমবঙ্গে ভোটের দিনে খবরের শিরোনামে সন্দেশখালি। শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে বিস্ফোরক-অস্ত্র উদ্ধার।
সন্দেশখালিতে শুক্রবার সিবিআই, সিআরপিএফ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি শাজাহান শেখের ঘনিষ্ঠের বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। এনএসজি রোবট এনে আরও বিস্ফোরক উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে।
গোপন সূত্র থেকে খবর পেয়ে, কেন্দ্রীয় তদন্তকারীরা শাহজাহান শেখের ঘনিষ্ঠ হাফিজুল খাঁর ভগ্নীপতির বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। সবচেয়ে বড় কথা, এবার অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার কাজে রোবটের সাহায্য নেওয়া হয়।
টিভির পর্দায় দেখা যায়, রোবট কী করে অস্ত্র ও বিস্ফোরকের খোঁজ করছে। হাফিজুলের আত্মীয়ের বাড়ির চারপাশে মাছের ভেড়ি। সেখানে মাটি খুঁড়ে প্রচুর বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে। মেঝে খুঁড়েও অস্ত্রের খোঁজ মিলেছে। ফলে এলাকায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে।
ভোটের ছবি শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে শুক্রবার হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত তিনটি কেন্দ্রেই প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। প্রচণ্ড গরমের জন্য মানুষ সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। দুপুরের পরে আবার বুথে লম্বা লাইন দেখা গেছে। ফলে দিন শেষে ভোটের হার ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি।
বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সঙ্গে তৃণমূল কর্মীদের বিতণ্ডা হয়েছে। রাজুকে ঘিরে তারা বিক্ষোভ দেখিয়েছেন। সুকান্তকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। সারা দেশে ভোট দেশের অন্যত্র পশ্চিমবঙ্গের তুলনায় কম ভোট পড়েছে। দেশেভোট পড়ার গড় হার হলো ৫০ শতাংশ। কোথাও কোনো গোলমাল হয়নি।
শেয়ার করুন