টি-স্পোর্টসে দেখা যাবে কোপা আমেরিকা

খেলাধুলা

মাস দুয়েক পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকা। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কমতি নেই। তবে খেলা দেখা নিয়ে  সমর্থকদের ভালো বিড়ম্বনাতেই পড়তে হয়। এবার মুক্তি মিলছে সেই ঝামেলা থেকে। বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস নিয়ে আসলো সমাধান। কোপা আমেরিকার পুরো আসরটা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টসে।

কোপার এবারের আসর গড়াবে যুক্তরাষ্ট্রে। বাড়ছে দলের সংখ্যাও। সব মিলিয়ে অংশগ্রহণ করবে ১৬টি দল। ১০টি দক্ষিণ আমেরিকা থেকে আর ৬টি আমন্ত্রিত দল খেলবে কনকাকাফ অঞ্চল থেকে।

কোপায় বাংলাদেশের মানুষের মূল আকর্ষণ থাকে ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরেই। গেল আসরে ফাইনালে নেইমারদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেরু, চিলি ও কানাডাকে।

আর গতবারের রানার্সআপ ব্রাজিল আছে গ্রুপ ‘ডি’-তে। তারা লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে।

যুক্তরাষ্ট্রের ১৪টি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। ২০ জুন কানাডা আর্জেন্টিনার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *