এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা -২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ জুলাই) দুপুরবেলা উপজেলা পরিষদ মিলনায়তন এ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। মূখ্য আলোচক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মৎস্য চাষী আবুল খায়ের গীতা পাঠ করেন ওসি এ,এস,ডি কামনা রন্জন দাস। আলোচনায় অংশ নেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, মৎস্য চাষী রেজবিন আক্তার পান্না,সোহেল মিয়া,গোলাম কিবরিয়া প্রমুখ। পূর্বান্হে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথি বৃন্দ উপজেলা প্রাঙ্গণে অবস্তিত পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।সভায় বক্তাগন বলেন দেশে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। পুষ্টি উপাদানের প্রধান উপাদান মৎস্যে আমরা উদ্বৃত্তের দেশে পরিনত হয়েছি। এ ধারা অব্যাহত রাখতে বৈজ্ঞানিক উপায়ে নিরাপদ মৎস্য উৎপাদন করতে হবে।মৎস্য সম্পদ উতপাদন বৃদ্ধি করতে ও মাছের প্রজনন বৃদ্ধি করতে মৎস্য আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করতে হবে। পোনামাছ নিধন ঠেকাতে অভিযান চালানো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শেয়ার করুন