লাখাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্ম দিবস

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ

শনিবার ( ৫ আগষ্ট) ২৩ ইং লাখাই উপজেলা প্রশাসনের আয়োজিত সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহাফ পাঠ। পরে সকাল সাড়ে ১০টায় লাখাই উপজেলা প্রশাসনের সভাকক্ষে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও লাখাই উপজেলা সহকারী ভুমি কমিশনার মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জীবনের উপর আলোকপাতের উপর বক্তব্য রাখেন লাখাই উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত ডাঃ শাহাদাত হোসেন, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই উপজেলা আ’ লীগের সহ সভাপতি আব্দুল মতিন মাস্টার, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাংবাদিক মাসুকুর রহমান। আ’ লীগ বামৈ ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ সহ লাখাই উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই উপজেলা প্রশাসনের সহ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মুকিত ও গীত পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়। পরিশেষে লাখাই উপজেলা যুবউন্নয়ন ৪ জনের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *