এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
বুধবার(১০ জানুয়ারী) দিনগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়ন এর ভরপূর্নী গ্রামের মেলা থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ৬ নম্বর বুল্লা ইউনিয়ন এর ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শিরিন আক্তার এর স্বামী ও বুল্লা বাজার এর ব্যবসায়ী মোঃ আব্দুল কদ্দুছ মিয়া (৫০)সহ ৬/৭ জন আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল কুদ্দুস মিয়াকে সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায় ভরপুর্ণি মেলা থেকে রাত অনুমান ১২টার সময়
অটো রিক্সায় রওয়ানা দেন ৬/৭ জন। ,কিছু দুর যাওয়ার পরে কুয়াশায় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ী উল্টে ৩/৪ জন আহত হয়,এর মধ্যে গুরুত আহত কদ্দুছ মিয়ার মাথায় এবং বুকে আঘাত পায়।স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগনজ সদর আধুনিক হাসপাতাল নিয়ে গেলেনে কুদ্দুছ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন রয়েছে। অন্যদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়।