স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিহত শিশুর স্বজনদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের এই সংঘর্ষ হয়।
এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুঁটে এসে পরিস্থিতি স্বাভাবিক করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বুধবার রাত সোয়া ১০টায় সিলেটুডেকে বলেন, ‘আমি অন্য একটি ঘটনাস্থলে ছিলাম। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হাসপাতালে না গেলে কতজন নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন হাসপাতালের পরিবেশ শান্ত আছে।’
শেয়ার করুন