শ্রীলঙ্কাকে হারানোর প্রত‌্যয়ে টস হেরে ব‌্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা

চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার করা ১৩০ রানের জবাব দিতে নেমে ২ ওভার হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে বড় জয় তুলে নেয় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দল।

আজ সোমবার (১৬ জানুয়ারি) বেনোনির উইলমোর পার্ক বি ফিল্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কান নারী ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নামছে বাংলার মেয়েরা। এর আগে টস জয় করেছে শ্রীলঙ্কা। তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।

এই ম্যাচে জিতলেই বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা। এদিকে শ্রীলঙ্কারও জোরালো সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে তারাও যুক্তরাষ্ট্রকে হারিয়েছিলো ৭ উইকেটের ব্যবধানে। যদিও পয়েন্ট টেবিলে রান রেটের ব্যবধানে বাংলাদেশই এগিয়ে রয়েছে।

বাংলাদেশ একাদশ: আফিয়া প্রত্যাশা, মিস্টি সাহা, দিলারা আক্তার (উইকেটরক্ষক), স্বর্ণা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস (অধিনায়ক), মারুফা আক্তার, দিপা খাতুন, লেকি চাকমা, রিয়া আক্তার শিখা, সুমাইয়া আক্তার।

শ্রীলঙ্কান একাদশ: দুলাঙ্গা দিশানায়েকে, ভিসমি গুনারত্নে (অধিনায়ক), মানুদি নানাইয়াক্কারা, রেশমি নেত্রাঞ্জলি, সুমুদু নিশানশালা (উইকেটরক্ষক), বিদুষিকা পেরেরা, নেতমি সেনারত্না, রাশমিকা সেওয়ান্দি, ভিহারা সেওয়ান্দি, পামোদা সাইনি, দেওমি ভিহাঙ্গা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *