সকল প্রার্থী মিলে যে ভোট পাবেন এমপি নাহিদ একাই ততো ভোট পাবেন-এড.নাসির খান

সিলেট

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, এবারের নির্বাচনে সকল প্রার্থী মিলে যে ভোট পাবেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ একাই ততো ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন। এতে কোন সন্দেহ নেই।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বিয়ানীবাজারে নৌকার প্রতীকের শেষ নির্বাচনী বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (০৩ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বিয়ানীবাজারে নৌকার প্রতীকের শেষ নির্বাচনী বিশাল জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খান আরো বলেন, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে নুরুল ইসলাম নাহিদ এমপির সুনাম রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল পরীক্ষায় উত্তীর্ণ। তিনি বলেন, স্থানীয় আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ। মানুষ যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য দলমত নির্বিশেষে ৭ তারিখে সেন্টারে গিয়ে নৌকায় ভোট দেয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

জনসভায় সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামালসহ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *