সাদাপাথর লুট নয় হরিলুট হয়েছে : সচিব মোখলেস উর রহমান

সিলেট

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান বলেছেন, সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে। এই লুটের সাথে যারাই জড়িত ছিল সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। শুক্রবার বেলা ১১টায় ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সাদাপাথরের এত কাছে বিজিবি ক্যাম্প থাকার পরেও কিভাবে পাথর লুট হলো। এর দায় বাহিনীটি এড়াতে পারে না। সাদাপাথর ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় রাখার ব্যবস্থা করা হবে। সিলেটে যে কয়টি পর্যটন কেন্দ্র আছে সেগুলোকে প্যাকেজ করে পর্যটনকে প্রমোট করা হবে।মন্ত্রণালয়ের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের কর্মকর্তারা।

সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মাঠপর্যায়ে পরিদর্শনে আসেন প্রতিনিধি দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *