সিকৃবির প্রক্টর ও ছাত্র পরামর্শ পরিচালকের পদত্যাগ

সিলেট

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুজ্জামান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে এই দুই শিক্ষক পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর মো. মনিরুল ইসলাম জানান, বুধবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। কি কারণে তিনি পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেতে রাজী হননি।

অপরদিকে, ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান জানান, বিভাগীয় প্রধান হওয়াতে কাজের চাপ বেশি। তাই একইসঙ্গে একাধিক দায়িত্ব তিনি পালন করতে চাননি। একারণে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

তবে এখনো তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *