রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট বাজার কমিটির সাথে থানা পুলিশের সভা অনুষ্ঠিত

সিলেট

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার কমিটির সাথে গোয়াইনঘাট থানা পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ২ ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে গোয়াইনঘাট থানার এসআই আজিজুর রহমানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে স্বস্তি ফেরাতে চাই। সিলেট জেলা পুলিশের দিক নির্দেশনায় আমরা কাজ করছি। ওসি বলেন, বাজারে স্বস্তি ফিরলে সমাজে স্বস্তি ফিরবে, দেশের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

আলোচনায় সভায় বক্তব্য দেন গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিল্লুর রহমান, ব্যবসায়ী নাজিম উদ্দিন।

এ সময় গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার সহ পুলিশের সঙ্গীয় ফোর্স এবং গোয়াইনঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *