সিলেটে অটোরিকশার ধাক্কায় নারী নিহত, আটক ১

সিলেট

সিলেট নগরীর চৌকিদেখীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. সাগর মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছমা বেগম (৩০) সুনামগঞ্জ সদর থানার নুরিশপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে চৌকিদেখীর ৩ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আছমাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে এসে অটোরিকশাটি জব্দ করে এবং চালক মো. সাগর মিয়াকে আটক করে।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *