সিলেটে পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ, উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির

সিলেট

সিলেট নগরীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রায় চার লাখ পানিবন্দি মানুষের দিন কাটছে কষ্টে। নগরীর সুবহানিঘাট, উপশহর, যতরপুর, জামতলা’সহ বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। ডুবে আছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাসাবাড়ি-দোকানপাটেও। বন্ধ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে নগরবাসী।

সুরমা-কুশিয়ারা নদীর পানি কমলেও এখনও বিপৎসীমার ওপরে রয়েছে। দুর্ভোগ কমেনি জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সিলেট সদরসহ ৮ উপজেলার প্রায় চার লাখ মানুষ এখনও পানিবন্দি। এরমধ্যে সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডের ৪ হাজার মানুষ রয়েছেন।

দুর্ভোগের বর্ণনা দিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, পানি কমছে না। মানুষের দুর্ভোগও কমছে না। রাস্তাঘাট, ঘর-বাড়িতে নোংরা পানি উঠেছে। প্লাবনের এই পানি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। আবার এসব পানি শরীরে লাগলে চুলকানি হচ্ছে। জীবিকার প্রয়োজনেও মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বন্যা কবলিত মানুষরা খুবই কষ্টে দিন কাটাচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *