সিলেটে যুবকের আত্মহত্যা

সিলেট

সিলেট মহানগরীতে এক যুবক আত্মহত্যা করেছেন। মো. সোহেল আহমদ (৩৭) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ সোমবার (৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে  নিজ বসতঘর থেকে উদ্ধার করে পুলিশ। 

সোহেল মহানগরীর জল্লারপাড় এলাকার শাপলা-১২ নং বাসার মৃত উমর আলীর ছেলে।

প্রাথমিক পুলিশের বক্তব্য- সোহেল আত্মহত্যা করেছেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে জানান, প্রতিবেশীরা ওই যুবকের দেহ নিজ বসতঘরে ঝুলতে দেখে বেলা আড়াইটার দিকে আমাদেরকে খবর দেন। পুলিশ বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন- সোহেল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী- ঋণগ্রস্থতা থেকে ও ব্যবসায় লোকসানের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *