সিলেটে যে কেন্দ্রে ভোট দেবেন দুই মন্ত্রী

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ ও ৪ আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকার মার্কার প্রার্থী হিসেবে প্রতিন্দ্বিতা করছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রোববার (৭জানুয়ারি) ভোটের দিন সিলেট-১ আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমনে ভোট দেবেন সকাল ১০টায়। সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালায় তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি মিডিয়া সেল সূত্র নিশ্চিত করেছে।

অপরদিকে, সিলেট ৪ আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং প্রবাসী ও বৈদেশিক ক্যালাণ মন্ত্রী ইমরান আহমদ ভোট দেবেন ওইদিন সকাল ৮টায়। জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকাম পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।

সিলেট-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ড. এ. কে. আব্দুল মোমেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাছিত, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী ইউসুফ আহমদ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক ও বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী।

আর সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর) আসনে লড়বেন- আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) এবং তৃণমূল বিএনপি’র প্রার্থী মো. আবুল হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *