ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ৮ আগস্ট সকাল ১১ টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের মাদরাসার কনফারেন্স হলরুমে কামিল ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ দিলোয়ার হোসাইনকে ভিপি, অনার্স শেষ বর্ষের মো. আব্দুল ওয়াহাবকে জিএস ও ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইউসুফ খানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন মাদরাসার অধ্যক্ষ ও ছাত্র সংসদের সভাপতি মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ বেতকোনী, সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাদরাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্হিত ছিলেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ন সাধারণ সম্পাদক শাহীনূর আমীন কামিল ২য় পর্ব, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ সুবেল অনার্স ৪র্থ বর্ষ, সহ- সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসাইন অনার্স ২য় বর্ষ, অর্থ সম্পাদক ইমরান আহমদ অনার্স ২য় বর্ষ, প্রচার সম্পাদক আব্দুল মুকিত জুমান অনার্স ৩য় বর্ষ, সহ-প্রচার সম্পাদক সাঈদুর রহমান রিপন আলিম ১ম বর্ষ, প্রশিক্ষণ সম্পাদক মোস্তাক আহমদ কামিল ২য় পর্ব, সহ প্রশিক্ষণ সম্পাদক শেখ দিলোয়ার হোসাইন অনার্স ৩য় বর্ষ, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক মো. ছাদেক হোসাইন অনার্স ৩য় বর্ষ, শিক্ষা ও আইসিটি সহকারী বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আলিম ১ম বর্ষ, সেমিনার সম্পাদক জহুর উদ্দিন অনার্স ৩য় বর্ষ, সহ- সেমিনার সম্পাদক মাহবুবুল ইসলাম শাহান অনার্স ১ম বর্ষ, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক লায়েক মিয়া সোহাগ অনার্স ১ম বর্ষ, সহ সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের আলিম ১ম বর্ষ, আবু আইয়ুব আনছারী দাখিল দশম, ছাত্রকল্যাণ সম্পাদক জাকির আহমদ ছালমান অনার্স ২য় বর্ষ, সহ ছাত্রকল্যাণ সম্পাদক মিজানুর রহমান মাহী আলিম ১ম বর্ষ, অফিস সম্পাদক মুক্তার হোসাইন আলিম ১ম বর্ষ, সহ-অফিস সম্পাদক সালমান হোসাইন আলিম ১ম বর্ষ, পাঠাগার বিষয়ক সম্পাদক লায়েক আহমদ অনার্স ৩য় বর্ষ, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক ফিদাউর রহমান মিনহাজ দাখিল নবম, দাখিল সম্পাদক মুবারক উল্লাহ রায়হান দাখিল দশম, সহ-দাখিল সম্পাদক শাহ আনহার হোসেন দাখিল ৮ম , ইবতেদায়ি সম্পাদক মুহাম্মদ আলী ইয়ামিন ইবতেদায়ী পঞ্চম শ্রেনী।
শ্রেণী প্রতিনিধি যথাক্রমে আব্দুল হান্নান কামিল ২য় পর্ব, আফজল হোসেন অনার্স ৪র্থ বর্ষ, আব্দুল ওয়াহিদ অনার্স ৩য় বর্ষ, বায়েজীদ আহমদ অনার্স ২য় বর্ষ, আফসার হোসাইন ফাজিল ২য় বর্ষ, রুহুল আমীন অনার্স ১ম বর্ষ, আতাউর রহমান ফাজিল ১ম বর্ষ, জাফর আহমদ আলিম ১ম বর্ষ, সানোয়ার হোসেন দাখিল ১০ম, আজহারুল ইসলাম তাওহীদ দাখিল ৯ম, আব্দুল্লাহ আল গুফরান দাখিল ৮ম, আনসার হোসেন দাখিল ৭ম, আবু সালেহ মুস্তাফিজ দাখিল ৬ষ্ঠ, সালমান আহমদ মারজান ইবতেদায়ী ৫ম, ওয়াহিদুর রহমান আবির ইবতেদায়ী ৪র্থ শ্রেণী।
আলহামদুলিল্লাহ্